ললিত মোদী (Lalit Modi) প্রথম টুইটে লিখেছিলেন 'বেটারহাফ'। পরে অবশ্য নেটিজেনদের মধ্যে ধন্ধ দূর করতে এডিট করেন সেই পোস্ট। সাফাই দেন, সুস্মিতা সেন (Susmita Sen) আর তিনি ডেট করছেন, বিয়ে করেননি, তবে করবেন, তেমনও ইঙ্গিত দিয়েছেন টুইটে। তারপর থেকে নেটিজেনরা মুখিয়ে ছিলেন সুস্মিতা সেন কবে মুখ খুলবেন! খুলেছেন, প্রায় ২৪ ঘণ্টা পর।
দুই মেয়ে রেনে এবং আলিশার সঙ্গে ছবি শেয়ার করে প্রাক্তন মিস ইউনিভার্স সোশ্যাল মিডিয়ায় (Social Media) জানিয়েছেন, তিনি বিবাহিত নন, আংটি বদল হয়নি, কিন্তু নিঃশর্ত ভালবাসা তাকে ঘিরে রেখেছে। টুইটে ললিত মোদীর নামোল্লেখ করেননি সুস্মিতা। তবে যাবতীয় সাফাই দেওয়া তাঁর হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন অভিনেত্রী।
তাঁর জীবনের নতুন অধ্যায়ের খবরে যারা খুশি, এবং যারা খুশি নন, সকলেই ধন্যবাদ জানিয়েছেন সুস্মিতা।
Lalit-Sushmita's old tweet: ৯ বছর আগে কতটা অন্তরঙ্গ ছিলেন সুস্মিতা-ললিত? ভাইরাল হল পুরনো টুইট