গত রাত থেকেই দেশে উথাল পাথাল একটা খবরকে কেন্দ্র করে। ললিত মোদী (Lalit Modi)-সুস্মিতা সেনের (Sushmita Sen) প্রেম। আইপিএল-এর প্রাক্তন চেয়ারম্যানের সঙ্গে অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। ললিত মোদী জানিয়েছেন, খুব শিগগির নাকি বিয়েও করবেন তাঁরা। নতুন সম্পর্ক নিয়ে কী ভাবছেন প্রাক্তন মিস ইউনিভার্সের পরিবার?
সুস্মিতার বাবা সুবীর সেন জানতেনই না মেয়ে নতুন সম্পর্কে জড়িয়েছেন। খবর পেয়েছেন সংবাদমাধ্যমের থেকে। তবে শুভেচ্ছা জানাতে নিজে থেকে তিনি মেয়েকে ফোন করবেন না, জানিয়ে দিয়েছেন সুবীর বাবু। বরং মেয়ে ফোন করলে খবরের সত্যতা যাচাই করে শুভেচ্ছা জানাবেন।
Susmita Sen-Lalit Modi:‘নতুন জীবন শুরু', সুস্মিতা সেনের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন ললিত মোদী
আর সুস্মিতার ভাই রাজীব? তিনি জানেন দিদির প্রেম জীবনের খবর? নাহ, রাজীবও খবর পেয়েছেন সংবাদমাধ্যমের কাছেই। সুস্মিতা-ললিতের সম্পর্ক নিয়ে তাই তিনিও কোনও প্রতিক্রিয়া দিতে রাজি নন।