'জীবনের উদযাপন'! ঠিক এই কথাটাই বোধহয় প্রযোজ্য বঙ্গতনয়া সুস্মিতা সেনের (Sushmita Sen) ক্ষেত্রে। কারণ অ্যাঞ্জিওপ্লাস্টি করার ৭ দিনের মধ্যেই শরীর চর্চায় ফিরেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী।
তবে, এখানেই শেষ নয়। এবার স্বমহিমায় কাজে ফিরলেন তিনি। তাঁকে শো-স্টপার হিসেবে র্যাম্প ওয়াক (Sushmita Sen ramp walk) করতে দেখা গেল ল্যাকমে ফ্যাশন উইক এক্স এফডিসি (ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়া)তে। হলুদ লেহেঙ্গায় অভিনেত্রীকে দেখে একবারেই চমকে গিয়েছেন তাঁর ভক্তরা।
আরও পড়ুন - ফিল্মফেয়ারে সেরা ছবি 'দোস্তোজী', 'বল্লভপুরের রূপকথা', সেরা অভিনেতা মিঠুন চক্রবর্তী
ল্যাকমে ফ্যাশন উইকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুস্মিতা সেনের র্যাম্পে হাঁটার এই ভিডিও পোস্ট করা হয়েছে। যে পোস্টের কমেন্ট সেকশন ভরে উঠেছে ভক্তদের প্রশংসায়। সেখানেই একজন ভক্ত তাঁকে লিখেছেন 'জীবনের উদযাপন'। কেউ আবার লিখেছেন, 'এমনটাই তো হওয়ার কথা। সেই একই ভঙ্গি, এত নিখুঁত সে!'