গত কয়েক ঘণ্টায় তুমুল হইচই ফেলে দিয়েছে কয়েকটা ছবি আর একটা সোশ্যাল মিডিয়া পোস্ট। চুটিয়ে প্রেম করছেন ললিত মোদী (Lalit Modi) এবং সুস্মিতা সেন (Sushmita Sen)। মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন দুজনে, সেই ছবিও সামনে এসেছে! খুব শিগগির নাকি বিয়েও করতে পারেন তাঁরা। তবে প্রাক্তন মিস ইউনিভার্সের এটাই প্রথম প্রেম নয়। এর আগেও বঙ্গ ললনার জীবনে এসেছে একাধিক পুরুষ। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক লম্বা সেই তালিকায়।
রোহমান শল: ২৭ বছরের কাশ্মীরি প্রেমিক রোহমানের সঙ্গে সুস্মিতা সেনের প্রেম বেশ চর্চিত ছিল। গত বছরের শেষে তাঁদের প্রেম ভেঙে যায়, তবে সোশ্যাল মিডিয়া পোস্টে সুস্মিতা জানিয়েছিলেন, তাঁদের বন্ধুত্ব অটুট আছে।
ঋত্বিক ভাসিন: রোহমানের আগে মুম্বইয়ের রেস্তরাঁ মালিক ঋত্বিকের সঙ্গে ভালবাসায় জড়িয়েছিলেন সুস্মিতা। চার বছরের প্রেম ২০১৭-য় হঠাৎই ধাক্কা খায়।
Susmita Sen-Lalit Modi:‘নতুন জীবন শুরু', সুস্মিতা সেনের সঙ্গে ছবি পোস্ট করে লিখলেন ললিত মোদী
রণদীপ হুডা: ‘কর্মা অ্যান্ড হোলি’ ছবির শুটিং-এ রণদীপ হুডার সঙ্গে আলাপ সুস্মিতার, সেখান থেকে আলাপ গড়ায় প্রেমে।
বিক্রম ভাট: ‘দস্তক’ ছবিতে কাজ করতে গিয়ে বিক্রম ভাটের প্রেমে অভিনেত্রী। বহুচর্চিত সেই প্রেমের জেরেই নাকি ঘর ভেঙেছিল পরিচালকের!
ওয়াসিম আক্রম: দেশজুড়ে আলোড়ন ফেলেছিল প্রাক্তন পাক অধিনায়ক ওয়াসিম আক্রম-সুস্মিতা সেনের প্রেমকাহিনি। বলিউডে কান পাতলে শোনা যায়, গোপনে নাকি পাক তারকাকে নাকি বিয়েও করেছিলেন অভিনেত্রী!
অনিল অম্বানি: সুস্মিতার সাড়াজাগানো প্রেমিকদের অন্যতম নিঃসন্দেহে অনিল। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীর সঙ্গে স্ত্রী টিনার সম্পর্কে তিক্ততা এসেছিল সে সময়, সেই সময়ই সুস্মিতা সেনের সঙ্গে নাম জড়ায় অনিলের। শোনা যায়, সুস্মিতাকে ২২ ক্যারাটের হিরের আংটি উপহার দিয়েছিলেন অনিল!
রজত তারা: বিশ্বসুন্দরীর খেতাব জেতার আগে সুস্মিতার জীবনের প্রথম পুরুষ হিসেবে এসেছিলেন রজত তারা।