ওটিটিতে তাঁর যাত্রা শুরু হয়েছিল বছরখানেক আগে 'আরিয়া'র মাধ্যমে। দর্শক ও সমালোচকদের থেকে অতি প্রশংসা কুড়িয়ে নিয়েছিল সেই ওয়েব সিরিজ। ফের নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন সুস্মিতা সেন। বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম থেকে একটি ছবিও শেয়ার করেন তিনি। তাঁর এই আসন্ন ওয়েব সিরিজ 'তালি'র ফার্স্টলুক শেয়ার করার পরেই ফ্যানদের মন্তব্য রীতিমত আছড়ে পড়তে থাকে।
এই ওয়েব সিরিজে তিনি একজন রূপান্তরকামী সমাজকর্মীর চরিত্রে অভিনয় করেছেন সুস্মিতা। যাঁর নাম শ্রী গৌরী সাওয়ান্ত।
ইনস্টাগ্রামে এই ছবির পোস্টার শেয়ার করে সুস্মিতা লেখেন, "এমন একজন মানুষের চরিত্রে অভিনয় করে তাঁর জীবনের গল্পটা দুনিয়ার সামনে নিয়ে আসার সুযোগ পেয়ে আমি গর্বিত। সকলেরই সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে এই জীবনে। দুগ্গা দুগ্গা"।
যদিও, এই ওয়েব সিরিজ কবে রিলিজ করবে তা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, রাম মাধবানি পরিচালিত ও সুস্মিতা সেন অভিনীত জনপ্রিয় ওয়েব সিরিজ 'আরিয়া'-র তৃতীয় সিজন আসতে চলেছে চলতি বছরের ডিসেম্বরেই।