Aarya 3 Teaser Out: গত দুই সিজনেই সাড়া ফেলেছিল সুস্মিতা সেনের ওয়েব সিরিজ আরিয়া। এবার প্রকাশ্যে এল আরিয়া ৩ -এর ট্রেলার।
'আরিয়া'র তৃতীয় পর্বের ট্রেলারে প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেনকে দেখা গেল এক নয়া অবতারে৷ আরিয়া আসলে সন্তানদের জন্য অসম্ভব লড়ে যাওয়া এক মায়ের গল্প ৷ সিরিজে দেখা যাবে ইন্দ্রনীল সেনগুপ্ত, সিকন্দর খেরের মতো অভিনেতাদেরও ৷
৩ অক্টোবর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাচ্ছে আরিয়া।