করোনা অতিমারী পর্বে কালো মেঘ ঘিরে রেখেছিল টলিউডের আকাশ। এখন পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। হলমুখী হচ্ছে বাংলা ছবির দর্শক। সেই খুশি দ্বিগুণ করতে বছর ভরের আট আটখানা ছবি মুক্তির দিন ঘোষণা করল এসভিএফ।
একবার দেখে নেওয়া যাক, কী কী ছবি মুক্তি পাবে এ বছর
বাংলার নতুন বছরে আসছে একেন বাবু। ওয়েব সিরিজের বিপুল জনপ্রিয়তার পর বড়পর্দায় একেন বাবু আসছে ১৪ এপ্রিল।
১৩ মে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত তারকাখচিত ছবি এক্স = প্রেম।
সপ্তাহ দুয়েকের মধ্যেই, ৩ জুন মুক্তি পাবে মধুমিতা সরকার-বিক্রম চট্টোপাধ্যায় অভিনিত কুলের আচার।
পয়লা জুলাই মুক্তি পাচ্ছে মিমি চক্রবর্তী অভিনীত, অরিন্দম শীল পরিচালিত 'খেলা যখন'।
দিন দশেকের মধ্যেই একই পরিচালকের আরও একটি ছবি ব্যোমকেশ আসছে পর্দায়। এবারেও ব্যোমকেশের ভুমিকায় আবীর চট্টোপাধ্যায়।
সেপ্টেম্বরের ৩ তারিখ আসছে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের সোনাদা সিরিজের নতুন ছবি কর্ণসুবর্ণের গুপ্তধন।
২১ অক্টোবর আরও একটা নতুন চমক। মুক্তি পাচ্ছে অনির্বাণ ভট্টাচার্যের প্রথম ছবি বল্লভপুরের রূপকথা।
বছরের শেষটা হচ্ছে ফেলুদাকে দিয়ে। ২৩ ডিসেম্বর ফেলুদা আসছেন হত্যাপুরী-র রহস্য নিয়ে।
বছরভর একের পর এক বিগ বাজেট ছবি, বাংলা ছবির জন্য এর থেকে ভালো খবর আর কীই বা হতে পারে।