কিছুদিন আগেই অনুরাগ কাশ্যপ সাম্প্রতিক সময়ের বাংলা সিনেমাকে 'ঘাটিয়া' বলেছিলেন। সেই মন্তব্যের পাল্টা হিসাবে হয়তো নয়, তবে একদিনে চার চারটি বাংলা ছবির মহরত করতে চলেছে এসভিএফ, যা নিঃসন্দেহে বেশ বড় স্টেটমেন্ট।
৪ মার্চ একসঙ্গে মহরত হবে চারজন বাঙালি পরিচালকের নতুন ছবির। তাঁরা হলেন সৃজিত মুখোপাধ্যায়, রাজ চক্রবর্তী, দেবালয় ভট্টাচার্য এবং জয়দীপ মুখোপাধ্যায়। জয়দীপের ছবিটি মুক্তি পেতে পারে পুজোয়।
Anant-Radhika Prewedding: ঠিক যেন রূপকথা! বলিউডি গানের রাধিকার গ্র্যান্ড এন্ট্রি! মুগ্ধ গোটা দেশ
সৃজিতের ছবিটি কোর্ট রুম ড্রামা। হলিউডের '১২ অ্যাংরি মেন'-এর বাংলা সংস্করণ। রাজের ছবিটি বাবা-ছেলের গল্প। থাকবেন দুই চক্রবর্তী- মিঠুন এবং ঋত্বিক। সঙ্গে শুভশ্রী। জয়দীপ আসবেন 'একেন বাবু' নিয়ে। এবার অধিকাংশ শুটিং রাশিয়ায়। দেবালয় আসছেন ভৌতিক ছবি নিয়ে। সেখানেও থাকবেন শুভশ্রী।