হলদি, সঙ্গীত, কাওয়ালি সন্ধ্যার পর একেবারে ডি ডে, মানে গ্র্যান্ড রিসেপশন। স্বরা-ফাহাদের বিয়েতে দিল্লিতে তারাদের হাট। রাহুল গান্ধী থেকে অরবিন্দ কেজরিওয়াল-জয়া বচ্চন, বিনোদন এবং রাজনীতি জগতের বহু তারকাই এদিন নবদম্পতির আমন্ত্রণ রক্ষা করেছেন।
ক্রিম রঙা শেরওয়ানিতে ফাহাদ, গাঢ় গোলাপি ল্যাহেঙ্গায় স্বরাকে মানিয়েছিল দারুণ। রিসেপশনের আগের কাওয়ালি সন্ধ্যায় তাঁদের অতিথি ছিলেন অখিলেশ যাদব।
AR Rahman Comments On Oscar: অস্কারে 'ঠিকঠাক' ভারতীয় ছবি পাঠানো হচ্ছে না, মত রহমানের
খাতায় কলমে আইনি মতে অভিনেত্রী স্বরা এবং সমাজকর্মী ফাহাদ আহমেদ রেজিস্ট্রি সেরেছিলেন ১৬ ফেব্রুয়ারি। একমাসের মাথায় দিল্লিতে হল বিয়ের উদযাপন।