কয়েকদিন আগেই খাতায় কলমে রেজিস্ট্রি করেছিলেন অভিনেতা স্বরা ভাস্কর এবং সমাজকর্মী ফাহাদ আহমেদ। এবার ঘটা করে সামাজিক উদযাপনের পালা। হলদি, সঙ্গীত এক এক করে সব হচ্ছে। বুধবার কাওয়ালি সন্ধ্যার আয়োজন করেছিলেন মিয়াঁ বিবি। সেখানেই দেখা গেল সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবকে।
অনুষ্ঠানে অখিলেশকে উষ্ণ অভ্যর্থনা জানালেন ফাহাদ, বেশ খানিকক্ষণ নবদম্পতির সঙ্গে খোশ মেজাজে আড্ডাও মারতে দেখা গেল অখিলেশকে।
বৃহস্পতিবার দিল্লিতে গ্র্যান্ড রিসেপশনের পার্টিতে আসতে পারেন সোনম কাপুর, দিব্যা দত্তার মতো তারকারা।