জাঁকজমক নয়। কয়েকজন কাছের মানুষের উপস্থিতিতেই চার হাত এক হয়েছে শ্রুতি দাস আর স্বর্ণেন্দু সমাদ্দারের। এখন তাঁরা মিনি 'হানিমুনে গিয়েছেন'।
কোথায় গিয়েছেন তা শেয়ার করেননি অভিনেত্রী। তবে, একটি প্রেমের পোস্ট শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে স্বর্ণেন্দুর দেওয়া উপহার আর আর একটি মিষ্টিমধুর প্রেমপত্র। কী লিখেছেন স্বর্ণেন্দু?
আরও পড়ুন - মা হতে চলেছেন ক্যাট সুন্দরী! জন্মদিনের আগে স্ত্রীকে নিয়ে কোথায় উড়ে গেলেন ভিকি?
টোকেন অফ লাভ হিসেবে স্মৃতিকে একটি ভালবাসা চিহ্নের পেনডেন্ট দিয়েছেন স্বর্ণেন্দু। সঙ্গে রয়েছে একটি প্রেমপত্র। যেখানে অভিনেত্রীকে 'বেবি' বলে সম্বোধন করে পরিচালক লিখেছেন, 'আমি পারফেক্ট নই। তোমায় বিরক্ত করি, অনেক কিছু ভুলে যাই, বোকা বোকা ক্কথা বলি আরও অনেক কিছু…কিন্তু তুমি এমন কাউকে পাবে না যে তোমাকে আমার থেকেও বেশি ভালবাসবে।'