দশমীর দিনভর বিষাদেরই সুর ছিল যেমন থাকে প্রতিবার। তারই মাঝে যেন মন খারাপ ভুলে থাকার একটা ছুতো সিঁদুর খেলা। টলিতারকাদের প্রত্যেকেই প্রায় সিঁদুর খেলেছেন দুর্গার বিদায় বেলায়। একাদশীর সকালে প্রতিমা বরণের কিছু ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
কোনও এক বনেদি বাড়ির পুজোতেই বেশিটা কাটিয়েছেন স্বস্তিকা, সেখানেই একচালা প্রতিমাকে বরণ করেছেন পান পাতা দিয়ে। সেই ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।
অন্যদিকে দেবলীনা কুমার তো পুজোর বেশিটাই ছিলেন দক্ষিণ কলকাতার নামী পুজো মণ্ডপ ত্রিধারায়। সেখানেই অষ্টমীর অঞ্জলী দেওয়া, দশমীর প্রতিমা বরণ, সিঁদুর খেলা।
পুজোতে নিজের ছবি রিলিজ হওয়া দেবলীনার এই প্রথম। নন্দিতা শিবপ্রসাদের পরিচালিত রক্তবীজে অভিনয় করেছেন দেবলীনা।