ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত। তাঁকে শেষবার ছোটপর্দায় দেখা গিয়েছিল ‘তোমার খোলা হাওয়া’ ধারাবাহিকে। ইতিমধ্যেই, একটি সিরিজের শুটিং সেরে ফেলেছেন বলে খবর । হাতে ভরা ছবির কাজও। এর মধ্যেই সুখবর, ফের ছোটপর্দায় দেখা যাবে স্বস্তিকাকে। তবে এবার আর বাংলা ধারাবাহিকে নয়, হিন্দি ধারাবাহিকে দেখা যাবে স্বস্তিকাকে। সঙ্গে ঋত্বিকা সেন, আর সোহম মজুমদার থাকছেন।
তবে শ্যুটিং নাকি হবে কলকাতাতেই। তবে এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ স্বস্তিকা। ‘আলাপ’ ছবিতে আবীর চট্টোপাধ্যায় আর মিমি চক্রবর্তীর সঙ্গে কাজ করেছেন স্বস্তিকা। তাঁর এখন কার্যত দম ফেলার জো নেই।
অন্যদিকে, প্রতিম ডি গুপ্তর নতুন ছবি আসছে 'চালচিত্র' । সেখানে দেখা যাবে বলিউড অভিনেতা শান্তনু মহেশ্বরীকে (Shantanu Maheswari)। আর তাঁর বিপরীতেই দেখা যাবে স্বস্তিকাকে । অভিনেত্রী আনন্দবাজার অনলাইনকে জানিয়েছিলেন, 'চালচিত্র' ছবিতে শান্তনুর বিপরীতে দেখা যাবে তাঁকে । ছোটবেলায় ওর সিরিয়ালগুলো দেখতেন । তাই শান্তনুর সঙ্গে কাজ করার জন্য খুবই এক্সাইটেড তিনি । এখনও শুটিং শুরু করেননি নায়িকা ।
তবে এখন স্বস্তিকা বেজায় ব্যস্ত পুজো নিয়ে। স্বস্তিকার কথায়, ‘বহুদিনের ইচ্ছা ছিল নিজের দুর্গাপুজো করব। বাড়িতে যে দুর্গাপুজো করব, সেটা আগে হয়ে ওঠেনি। তাই এবার আমার ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার হয়েই পুজোর আয়োজন করছি।’
উল্লেখ্য, ‘তোমার খোলা হাওয়া’ সিরিয়ালে শেষ দেখা গিয়েছে স্বস্তিকাকে । প্রথম থেকেই টিআরপি তালিকায় সেভাবে প্রভাব ফেলতে পারেনি এই ধারাবাহিক । তাই অল্প কয়েকদিনের মধ্যে বন্ধ হয়ে যায় সিরিয়ালটি । ‘পারব না আমি ছাড়তে তোকে’, ‘অভিমান’, ‘হরিপদ ব্যান্ডওয়ালা’, ‘ফাটাফাটি’-র মতো সিনেমায় অভিনয় করেছেন ।