গত দু'দিন ধরেই নেটিজেনদের নিশানায় টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। ৮ তারিখে রেডরোডে আয়োজিত দুর্গাপুজোর কার্নিভালে যোগ দিয়েছিলেন স্বস্তিকা, সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে প্রণাম করে, সৌজন্য বিনিময়ের ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন অভিনেত্রী৷ আর তাতেই বাধে বিপত্তি। ছবি শেয়ার করতেই নেটিজেনদের একাংশ আক্রমণ করে তাকে। তৃণমূলের সঙ্গে তাকে জড়িয়ে নানা কটূ শব্দ প্রয়োগ করে তাকে একের পর এক কটাক্ষ ছুঁড়ে দেয় নেটিজেনরা। এমনকি অভিনেত্রী শ্রীলেখ মিত্রও এই বিষয়ে কড়া ভাষায় আক্রমণ করেছিলেন স্বস্তিকাকে।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর প্রশংশায় পঞ্চমুখ স্বস্তিকা, আরও ঝুঁকে পা খোঁজার পরামর্শ দিলেন শ্রীলেখা
প্রায় দু'দিন পর অবশেষে এই বিষয়ে পাল্টা মুখ খুললেন স্বস্তিকা। ফেসবুকের দেওয়ালে স্বস্তিকা লিখেছেন,'... কথা গুলো বলা দরকার৷ আমি একটা ক্লাবের সঙ্গে কার্নিভালে গিয়েছিলাম, এই প্রথমবার। ৯৫ টার ও বেশি ক্লাব যেখানে অংশ নিয়েছে, সেই সমস্ত প্যান্ডেলে হাজার হাজার মানুষ ঠাকুর দেখতে গেছেন, সেই সমস্ত ক্লাব আমাদের রাজ্যের। কালকেও উপচে পড়া ভিড় ছিল। রাজ্যের কী খারাপ অবস্থা, সেটা ভেবে কেউ বাড়িতে বসে পুজো বয়কট করেনি।'
এরপর নিজের অবস্থান স্পষ্ট করে স্বস্তিকা আরও বলেছেন, 'মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হওয়ায তাঁকে নমস্কার করে বিজয়া জানানোটা ভদ্রতা, সৌজন্য। আমায় দুটো চকলেট দেওয়াটা ওনার ইচ্ছে, সেটা খেয়ে নেওয়াটা আমার। চকলেট নিয়েছি ইলেকশন টিকিট নয়, চকলেট খেয়েছি মোটা টাকার ঘুষ নয়।'
এরপর নেটিজেনদের এক হাত নিয়ে স্বস্তিকা আরও বলেছেন, 'যেটা অন্যায় তা নিয়ে নিশ্চয়ই বলব কিন্তু পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে আমায় জিহাদ ঘোষনা করতেই হবে নাহলেই আমার মেরুদন্ড ধসে পড়বে এমন কোনও দাসখত আমি লিখিনি। আর আমার ধ্যানধারণা বিবেক বিচার আপনাদের কথায় ওঠা নামা করে না।'