স্বস্তিকা মুখোপাধ্যায়কে হেনস্থা করছেন ‘শিবপুর’ ছবির প্রযোজক, দিন কয়েক ধরেই এই অভিযোগে টলিপাড়া উত্তাল। অভিনেত্রীর ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ায় হুমকি দেওয়া হয়েছে! ব্ল্যাকমেল করা হচ্ছে, অভিনেত্রীর ছবি ছড়িয়ে দেওয়া হবে সমাজমাধ্যমে, এমনটাই। এ বার সরাসরি নমুনা ছবি পাঠানো হল অভিনেত্রীর সহকারীর ইমেলে।
শিবপুর ছবির প্রযোজক সন্দীপ সরকারের ঘনিষ্ঠ রবিশ শর্মা পাঠিয়েছেন হুমকি মেলটি। সঙ্গে 'আরও খারাপ কিছু করে' সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও এসেছে বলে আনন্দবাজারকে জানিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়।
৫ মেয়ে মুক্তি পেতে চলা শিবপুর ছবির প্রযোজকদের দাবি, পুরো পারিশ্রমিক নিয়েও ছবির প্রচারের অংশ নিতে চাইছেন না অভিনেত্রী। সেই কারণেই এই হুমকি। শুধু তা-ই নয়, প্রযোজক সন্দীপ সরকার মেল করে জানান, তিনি অভিনেত্রীর বিরুদ্ধে রাহাজানির মামলা করবেন। এক জন আমেরিকান নাগরিকের তরফে টাকা নিয়ে তাঁকে হেনস্থা করেছেন।