টলিউডের দাপুটে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। ইন্ডাস্ট্রিতে তিনি লম্বা রেসের ঘোড়া। টেলিভিশন থেকে অভিনয়ের শুরু, তারপর বড়পর্দা , বলিউড, ওয়েব সিরিজেও তাঁর অবাধ আনাগোনা। ব্যক্তিগত জীবন বলুন কিংবা সমাজ সব ব্যাপারেই তাঁকে ঠোঁটকাটা বললেও ভুল হয় না।
Sourav-Darshana Christmas: সৌরভ-দর্শনার প্রথম বড়দিন, কী করলেন নবদম্পতি?
ছোট বয়সে বিয়ে, তারপর বিচ্ছেদ। একাই মেয়েকে নিয়ে কাটিয়ে দিয়েছেন অনেকটা সময়। সম্প্রতি খবর রটেছিল, পরমের সঙ্গে ছবিতে জুটি বাঁধছেন স্বস্তিকা। দেবর প্রোডাকশন, সৃজিতের পরিচালনায় ছবির নাম টেক্কা। এবার এই ব্যাপারে সংবাদ প্রতিদিনের কাছে দেওয়া একটি সাক্ষাৎকারে স্বস্তিকা জানালেন, এই ছবিতে পরম স্বস্তিকা একই সঙ্গে স্ক্রিনে নেই। বরং এই খবর যেভাবে হাইলাইট করা হয়েছে। তা নিয়েও বেজায় বিরক্তি প্রকাশ করেছেন অভিনেত্রী।
উল্লেখ্য, দিন কয়েক আগেই বিয়ে সেরেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তারপর থেকেই ব্যক্তিগত জীবন নিয়ে তিনি শিরোনামে রয়েছেন।