বাংলা বিনোদন দুনিয়ার কেন্দ্রে থেকেও অনেক ছক ভাঙতে পারার সাহস একমাত্র দেখাতে পেরেছেন একজনই। স্বস্তিকা মুখোপাধ্যায়। কেরিয়ারের মধ্যগগনে থাকার সময় টলিপাড়ার নায়কের সঙ্গেই প্রেম এবং বিচ্ছেদের পর সেই নিয়ে খোলামীলা কথাও বলতে পারেন তিনিই। এসব স্বস্তিকাকেই মানায়। সম্প্রতি, প্রকাশ্যেই এক প্রাক্তন প্রেমিককে জড়িয়ে ধরেছিলেন অভিনেত্রী। এবার জনসমক্ষে স্বীকার করলেন, প্রাক্তনের ভাল চাইতে দু'বার ভাবতে হয়না তাঁকে।
অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন, পরমব্রত আর স্বস্তিকা দু'জনের রসায়ন নিয়ে একসময় কম চর্চা ছিল না টলিউডে । তবে, মাঝে নানা কারণে দূরত্ব তৈরি হয় তাঁদের মধ্যে । বিচ্ছেদের ১৫ বছর পর আর কোনও তিক্ততা নেই আজ, সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী।
Mumbai Metro: মাঝ পথে মেট্রো খারাপ! লাইন দিয়ে হাঁটতে হল যাত্রীদের
একটি পার্টিতে দেখা হয়েছিল দু'জনের। ফেরার সময় জড়িয়ে ধরেছিলেন। পরম-পিয়ার নতুন সংসারে আমন্ত্রিতও হয়েছেন। খোলা মনে প্রাক্তনের ভাল চাইতে দু'বার ভাবতে হয়না স্বস্তিকাকে। বিশ্বাস করেন, তিক্ততা জিইয়ে রাখলে আখেরে নিজেদেরই ক্ষতি।