শনিবার রেড রোডের কার্নিভাল থেকে ফেরার পর সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের কিছু ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশনে লেখেন, 'গতকাল কার্নিভালে অনেক বছর পর মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হল, কি দারুন একটা ইভেন্টের আয়োজন করেছিলেন তিনি। খুব ভালো কাজ করেছে কলকাতা পুলিশ। আমি সবসময় প্রশংসা করে এসেছি দিদির লড়াকু মনোভাবের। ওঁকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে চকোলেট উপহার পেলাম।'
এরপর পোস্টে তিনি পরিচালক রাজ চক্রবর্তীকে মেনশন করে লেখেন, 'ধন্যবাদ রাজ, ছবিগুলি তুলে দেওয়ার জন্য। এগুলো ভীষণ মিষ্টি। দক্ষিণপাড়ার পুজো উৎসব কমিটির সঙ্গে কার্নিভালে কাটানো সময়টা খুবই মজাদার। আসছে বছর আবার হবে।'
স্বস্তিকার এই পোস্ট ঘিরে শনিবার থেকে শুরু হয়ে যায় প্রবল বিতর্ক। মুখ খোলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি শেয়ার করে শ্রীলেখা লেখেন, 'আমার খামতি দিদিমণি। আপনি চোখে আঙুল দিয়ে আমায় দেখিয়ে দিলেন আমার খামতিটা কোথায়। আপনাদের মত হতে পারলাম না এটাই তো? ঝুঁকুন ঝুঁকুন। পায়ের তলার তল ঠিক পেয়ে যাবেন।'
মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা স্বস্তিকার মুখে মানতে পারেননি নেটিজনেরাও। একাধিক ফেসবুক এবং ইন্সটাগ্রাম ইউজাররা তাঁকে ট্রোল করতে শুরু করেন। যদিও বরাবরের মতোই ট্রোলকে পাত্তা দেননি অভিনেত্রী।
শনিবার দুর্গা পুজো কার্নিভাল ঘিরে চাঁদের হাট বসেছিল রেড রোডে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
জুন মালিয়া, অদিতি মুন্সি, রাজ চক্রবর্তী, সায়ন্তিকা, তৃণা, ভাস্বর, সুভদ্রা,মরিজওয়ান রব্বানি শেখ, ঋত্বিকা সেন, ভরত কল, সৌমিতৃষা কুণ্ডু, অঙ্কুশ-ঐন্দ্রিলারা। এই বছর কার্নিভালে নতুন মুখ ছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়। দক্ষিণপাড়ার পুজো উৎসব কমিটির হয়ে কার্নিভালে যোগ দেন। দেখা করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। তারপরেই শুরু হয় বিতর্ক।