বাঙালির এমনিতেই পায়ের তলায় সর্ষে। থেকে থেকে ঘুরতে যাওয়া চাই। বঙ্গ সেলিব্রিটি হলে তো কথাই নেই। টানা শুটিং-এর ক্লান্তি কাটাতে আজকাল তারকারা প্রায়ই বেরিয়ে পড়েন। এ যুগের তারকাদের আবার হট ফেভারিট ডেস্টিনেশন ইওরোপ। স্বস্তিকা-ঐন্দ্রিলা-সন্দীপ্তারা ইওরোপেই মজেছেন। কেউ এখন ঘুরছেন, কেউ সদ্য ঘুরেছেন, হ্যাংওভার কাটেনি এখনও।
সন্দীপ্তা যেমন পুজোর সময়ই বেরিয়েছিলেন ইওরোপ ট্যুরে। কখনও জার্মানি, কখনও সুইৎজারল্যান্ড, কখনও আবার অস্ট্রিয়া মিস করছেন অভিনেত্রী। আর ঠিক তখনই ইন্সটায় আপলোড হচ্ছে ছবি, রিল।
Thane murder: কুপিয়ে খুন হোটেলমালিক, যৌনাঙ্গ কেটে গুঁজে দেওয়া হল মুখে!
স্বস্তিকা মুখোপাধ্যায় গিয়েছেন ওয়েলস। কার্ডিফের রাস্তায় রাস্তায়, কখনও ক্যাফেতে কাটছে দুপুর-সন্ধেগুলো, আর টুকরো মুহূর্তের ভাগ দিচ্ছেন অনুরাগীদের।
ঐন্দ্রিলা তো অঙ্কুশের সঙ্গে ঘনঘনই বিদেশ ভ্রমণে বেরোন, তিলোত্তমায় টানা কদিন কাটিয়েই মিস করছেন ভালবাসার শহর প্যারিসকে। সে শহরে কাটানো নানা সময়ের ছবি শেয়ার করেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন।