'হইচই'-এর পার্টিতে রীতিমতো হইচই । ফ্রেমবন্দী হলেন পরমব্রত-স্বস্তিকা-সৃজিত । এক সময় পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন স্বস্তিকা । সৃজিতের সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন স্বস্তিকা। সেই দুই 'প্রাক্তন'-এর সঙ্গে 'হঠাৎ দেখা' স্বস্তিকার । একদিকে পরম আর একদিকে সৃজিতকে নিয়ে ছবি তুললেন নায়িকা । যা মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় । তাঁদের এই ছবি টক অফ দ্য টাউনও বলা যেতে পারে ।
প্রেম টেকেনি ঠিকই, তবে পরম ও সৃজিত আসলে স্বস্তিকার খুব ভাল বন্ধু । একসঙ্গে আবার সিনেমাও করছেন সম্প্রতি । এবার হইচইয়ের পার্টিতে জমিয়ে আড্ডা দিতে দেখা গেল তিনজনে । শুধু কি আড্ডা !, মাথায় গ্লাস নিয়ে জামাল কুদু গানে জমিয়ে নাচলেন তিনজনে । সেসব ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ।