সম্প্রতি কাশ্মীর ঘুরতে গেছিলেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee)। সঙ্গে বাবাও! কিন্তু তা কী করে হয়? অভিনেত্রীর বাবা প্রয়াত হয়েছেন বছর দুয়েক আগে। আসলে ভূ স্বর্গে স্বস্তিকা ওরফে ভেবলির সঙ্গে ছিল বাবার প্রিয় হলুদ সোয়েটার টা। সেটাই গায়ে জড়িয়ে নিয়েছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি নিজেই পোস্ট করেছেন অভিনেত্রী। বরফের চাদরে মোড়া উপত্যকায় ঘুরে বেরানোর ছবি। হলুদ সোয়েটার, গলায় মাফলার, জিন্স। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন শৈশব স্মৃতি।
লিখেছেন, 'হলুদ রঙের এই সুন্দর জিনিসটা আমার বাবার। শিলংয়ে বেড়াতে যাওয়ার সময় প্রথমবার বাবাকে এটা পরতে দেখেছিলাম। গরমের ছুটিতে বেড়াতে যাওয়ার প্রথা বাকি সব পরিবারের মত আমাদেরও ছিল। চেরাপুঞ্জিতে ঘন কুয়াশায় বাবাকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় ছিল হলুদ সোয়েটারটাই। তখন আমি ক্লাস ফোরে পড়ি বোধহয়। ছুটি শেষে ড্রাই ক্লিনার্স থেকে ফিরে এলে মা নরম কাপড়ে মুড়ে তুলে রাখত। গরম জামাকাপড় থাকে যেভাবে সব মধ্যবিত্তর বাড়িতে। এর জন্য যত্ন ছিল একটু বেশি। কারণ, হলুদ রং মায়ের সবচেয়ে প্রিয়। তারপরেও বহুবার এটা বেরিয়েছে আর কেচে যত্ন সহকারে লফ্টে চলে গিয়েছে। একই রকম আছে। একদম নতুনের মতো। আমার সঙ্গে বাবারও একটু ঘোরা হয়ে গেল। জন্নত-এ-কাশ্মীর।'