তিনি যে একটু অন্যরকম, তা আরও একবার প্রমাণ করলেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। কলকাতা আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে সকলের চোখ যখন নামজাদা পরিচালক, গ্ল্যামারাস অভিনেতা-অভিনেত্রী, দেশবিদেশের দুর্দান্ত সিনেমার দিকে, তখন স্বস্তিকা শেয়ার করলেন এক চা বিক্রেতার ছবি৷
সকাল থেকে রাত পর্যন্ত সিনেমাপ্রেমীদের চা খাইয়ে তেষ্টা মেটাচ্ছেন যিনি, তাঁর ছবি শেয়ার করে অভিনেত্রীর বার্তা, 'যাঁরা আমাদের পাশেই থাকেন, তাঁদেরও দলে শামিল করা দরকার, একটু আনন্দ ভাগ করে নেওয়ার জন্য।'
নন্দন চত্বরের এক চা বিক্রেতার সঙ্গে নিজের ছবি শেয়ার করেছেন স্বস্তিকা। অভিনেত্রী জানিয়েছেন, কে এই ছবি তুলেছেন, কেই বা মিউজিক জুড়েছেন ছবির সঙ্গে, তা তিনি জানেন না৷ কিন্তু ছবিটি শেয়ার করতে চান। স্বস্তিকা লিখেছেন, 'সকাল থেকে রাত অবধি সহস্র মানুষকে চা/কফি খাইয়ে খুশি করেছেন এই দাদা। নন্দন প্রাঙ্গণে কত মানুষ, সিনেমাপ্রেমীরা এসেছেন, কতজন এমনিই এসেছে ঘুরতে, আর বাকিরা, যাঁরা এসেছেন সেলফি তুলতে, চা কফি সবার চাই।"
অভিনেত্রী জানিয়েছেন, এবারের চলচ্চিত্র উৎসবে তাঁর দুটি ছবি আছে- বিজয়ার পরে এবং মাতৃপক্ষ। ছবি দেখার ফাঁকেই বন্ধু এবং সহকর্মীদের সঙ্গে নিয়মিত চায়ের চুমুক দিচ্ছেন স্বস্তিকা।