Swastika Mukherjee: 'এক আকাশের নীচে'-র সময়েও অরিন্দম শীলের বিরুদ্ধে অভিযোগ আসত: স্বস্তিকা মুখোপাধ্যায়

Updated : Sep 13, 2024 16:21
|
Editorji News Desk

এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে টালিগঞ্জের প্রথম সারির পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করেছে ডিরেকটর্স গিল্ড। এই খবর নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে বিনোদন জগতে। অরিন্দমের সাসপেনশনের খবরে আগেই উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন টলিপাড়ার অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। এবার অরিন্দমকে নিয়ে বিস্ফোরক স্বস্তিকা। বললেন বছর কুড়ি বাইশ আগে 'এক আকাশের নীচে'র শুটিং-এর সময়েও অভিনেত্রীরা অরিন্দমের বিরুদ্ধে অভিযোগ আনতেন। 

সংবাদ প্রতিদিনকে দেওয়া সাক্ষাৎকারে স্বস্তিকা জানিয়েছেন, দু দশক আগে আলফা বাংলায় সম্প্রচারিত হওয়া সেই দারুণ জনপ্রিয় সিরিয়ালের দিনগুলোতেও অরিন্দমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আসত। তখন প্রতিবাদটা বিচ্ছিন্ন ভাবে হতো বলে কোনও ব্যবস্থা নেওয়া হতো না বলে দাবি স্বস্তিকার। 

কাজের জায়গায় নিজেও হেনস্থার শিকার হয়েছেন, এবং সে কারণে নিজে কাজ হারিয়েছেন, এমন স্বীকারোক্তিও করেছেন স্বস্তিকা। বঙ্গ সম্মেলনেও অভিযুক্ত পরিচালককে মাথায় বসিয়ে রাখার ঘটনাও ঘটেছে বলে দাবি স্বস্তিকার। 

 প্রসঙ্গত, মঙ্গলবার সরাসরি পরিচালকের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুর থানায় এফআইআর দায়ের করেন এক অভিনেত্রী। কয়েক দিন আগে তিনিই পরিচালকের বিরুদ্ধে দৃশ্য বোঝানোর নাম করে অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণ করার অভিযোগ এনে মহিলা কমিশনের দ্বারস্থ হন। তার জেরেই ‘ডিরেক্টর্স গিল্ড’  সাসপেন্ড করে পরিচালককে। 

অরিন্দম শীলের পাশে দাঁড়িয়ে শুক্লা বলেছেন, অরিন্দমের ৩৫ বছরের ভাবমূর্তি নষ্ট করার জন্য এমন অভিযোগ আনা হয়েছে। এপ্রিল মাসের ঘটনায় এত দিন পর অভিযোগ কেন, প্রশ্ন তুলেছেন পরিচালকের স্ত্রী।শুক্লা দাসের বক্তব্য, ফ্লোরে না থাকলেও সবটা তাঁর জানা। কারণ, অরিন্দম সব সময় সিন, বিহাইন্ড দ্য সিনের ভিডিয়ো স্ত্রীয়ের সঙ্গে শেয়ার করতে থাকেন। বড় বাজেটের ছবিতে চুম্বন দৃশ্যে অভিনয় করতে গিয়ে নতুন অভিনেত্রী অস্বস্তি বোধ করে থাকতে পারেন। কেউ ওকে প্রভাবিত করেছেন এমনটাও হতে পারে বলে মত শুক্লার। তাঁর স্বামীকে ফাঁসানো হচ্ছে, জানিয়েছেন শুক্লা।  

গত কয়েক বছরে, রূপাঞ্জনা মিত্র সহ একাধিক অভিনেত্রী বিভিন্ন সময়  অরিন্দমের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন। প্রতিবারই পরিচালক সেই সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন। এ বার 'ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া'র পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিচালককে সাসপেন্ড করা হচ্ছে। 

অভিযোগ নিয়ে অরিন্দমের কী বক্তব্য

টিভি ৯ বাংলাকে অরিন্দম জানিয়েছেন, ডিরেক্টর্স গিল্ড তাঁর সঙ্গে কোনও কথা বলেনি। পরিচালকের দবি, মে মাসেই তাঁর আগামী ছবির শুটিং হচ্ছিল। নায়ক নায়িকার চুম্বন দৃশ্য বোঝাতে গিয়ে তাঁর মুখ অভিনেত্রীর গাল ছুঁয়ে যায়। 

 অরিন্দম শীলকে সাসপেন্ড করার খবর সামনে আসতেই স্বস্তিকার মতো সুদীপ্তা চক্রবর্তী, শতরূপা সান্যালরা, সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। 

 

Sexual Harassment

Recommended For You

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?

editorji | ভারত

Ustad Zakir Hussain : প্রয়াত উস্তাদ জাকির হুসেন, বয়স হয়েছিল ৭৩ বছর

editorji | বিনোদন

Zakir Hussain Passes Away : জলসা শূন্য, তবলা 'জাকির' হারা, চোখে জল অমিতাভ, অক্ষয়ের, শোকপ্রকাশ টলিউডেরও

editorji | বিনোদন

Allu Arjun : জেলমুক্তি! গ্রেফতারের চার ঘন্টার মধ্যেই জামিন পেলেন আল্লু অর্জুন

editorji | বিনোদন

Allu Arjun Arrested: তাঁকে দেখতে গিয়ে মৃত্যু মহিলার, হায়দরাবাদ পুলিশের হাতে গ্রেফতার আল্লু অর্জুন