দুর্গাপুজোর প্রেক্ষাপটে এক অন্যরকম পারিবারিক গল্প, সম্পর্কের গল্প নিয়ে আসছে 'বিজয়ার পরে।' বহুদিন পর এই সিনেমায় দেখা যাবে মীর-স্বস্তিকার জুটি । নবাগত পরিচালক অভিজিত দাসের সিনেমাটি ইতিমধ্যেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখা হয়েছে । এবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার অপেক্ষা । ১২ জানুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি । সম্প্রতি প্রকাশ্যে এল সিনেমার অফিসিয়াল পোস্টার ।
পোস্টারে নজর কেড়েছে স্বস্তিকার লুক । সোলার মুকুট, কপালে চন্দন, নাকে নথ, সিঁথি ভর্তি সিঁদুর ।...ব্যাকগ্রাউন্ডে দুর্গার সোলার কাঠামো । পোস্টারে স্বস্তিকার সঙ্গে দেখা গেল মমতাশঙ্কর ও দীপঙ্কর ভট্টাচার্যকে । এর আগে প্রকাশ্য়ে এসেছিল সিনেমার মোশন পোস্টার । বিজয়ার পর, বিসর্জনের পর দুর্গার রূপ যেমন হয়, স্বস্তিকার লুকে সেই ছোঁয়া মিলেছে মোশন পোস্টারে । সিঁদুরে মাখা মুখ,গলায় শুকিয়ে থাকা মালা, বিসর্জনের পর ভেঙে পড়া কাঠামোয় বসে রয়েছেন স্বস্তিকা । ঠিক যেন দুর্গা বিসর্জনের পরের দৃশ্য ।
জীবনে অনেক কথাই থাকে । কিন্তু সবটা বলে হওয়া ওঠে না । বা শোনার লোক থাকে না । সব থেকে বেশি সমস্যা হয় প্রবীণ মানুষদের ক্ষেত্রে । কাজের সূত্রে কিংবা পারিবারিক বিচ্ছেদের কারণে হয়তো অনেকে দূরে থাকেন । তবে অনেকসময় দেখা যায় দুর্গাপুজো হয়ে ওঠে মিলনক্ষেত্র । দুর্গাপুজোর প্রেক্ষাপটে সেরকমই গল্প বলবে পরিচালক অভিজিত দাসের 'বিজয়ার পরে' । এছাড়াও সিনেমায় অভিনয় করছেন ঋতব্রত মুখোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত, বিদিপ্তা চক্রবর্তীরা ।