স্বস্তিকা মানেই অকপট, স্বস্তিকা মানেই বোল্ড, স্বস্তিকা মানেই ছকভাঙা । তাই তো বিতর্ক তাঁর পিছু ছাড়ে না । কখনও ব্যক্তিগত জীবন, কখনও কর্মজীবন... বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসে অভিনেত্রীর নাম । এবার ফের একবার পেজ থ্রি-র শিরোনামে স্বস্তিকা মুখোপাধ্যায় । বাংলা বিনোদন দুনিয়ার কেন্দ্রে থেকেও অনেক ছক ভাঙতে পারার সাহস একমাত্র দেখাতে পেরেছেন তিনিই । তাইতো এবার নতুন ভূমিকায় স্বস্তিকা । প্রোমোটার হচ্ছেন অভিনেত্রী । হ্যাঁ ঠিক শুনেছেন । তাহলে কী অভিনয় জগৎ-কে বিদায় জানাচ্ছেন স্বস্তিকা ? হঠাৎ কেন প্রোমোটারির কাজই বেছে নিলেন ? বিষয়টা খোলসা করেই বলা যাক
বাস্তব জীবনে নয়, সিনেমার পর্দায় প্রোমোটার হচ্ছেন স্বস্তিকা । নাম প্রোমোটার বৌদি । প্রোমোটার মানেই আপনাদের সামনে নিশ্চয়ই ভেসে ওঠে একজন পুরুষের ছবি । সাধারণত প্রমোটার কোনও মহিলা, এমনটা দেখা যায় না । স্বস্তিকা সিনেমায় সেই ছক ভাঙতে চলেছে । প্রোমোটারদের সঙ্গে সবসময় জুড়ে গুণ্ডা, দাদাগিরি-র মতো শব্দ । স্বস্তিকার চরিত্রেও কি সেই দিকটা দেখা যাবে ? নাকি প্রোমোটারদের নিয়ে মানুষের চিরাচরিত ধারণা ভাঙবে স্বস্তিকা । সিনেমা মুক্তি পেলেই সব প্রশ্নের উত্তর মিলবে ।
স্বস্তিকার সঙ্গে সিনেমায় অভিনয় করছেন রজতাভ দত্তও । সিনেমায় তিনিও একজন প্রোমোটার । ভিলেনের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা । দুই প্রোমোটারের দ্বন্দ্বকে কেন্দ্র করে এই ছবির গল্প এগোবে বলে জানা গিয়েছে । অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সত্যম ভট্টাচার্য, শ্রীমা ভট্টাচার্য, শুভ্রজিৎ দত্তদের ।
সিনেমার পরিচালক শৌর্য দেব । এটাই তাঁর প্রথম সিনেমা । বিজ্ঞাপন তৈরি করেন তিনি । প্রযোজনার সঙ্গেও যুক্ত । এছাড়া শর্ট ফিল্ম, তথ্যচিত্র তৈরি করেছেন । তবে, সিনেমা তৈরি করছেন প্রথম । জানা গিয়েছে, এবছরই মুক্তি পাবে সিনেমা । তবে, তারিখ এখনও প্রকাশ্যে আসেনি ।
সম্প্রতি, হইচই-এর মুক্তি পেয়েছে স্বস্তিকার 'বিজয়া' । ওটিটি-তে ভাল সাড়া জাগিয়েছে সিনেমাটি । এছাড়া, চলতি বছরই মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত টেক্কা । দেব, রুক্মিণীর সঙ্গে সেখানে স্বস্তিকাকেও দেখা যাবে ।