শুটিং করতে পায়ের গোড়ালি ভেঙেছেন অভিনেতা রুবেল দাস (Rubel Das) । শুটিং সম্পূর্ণ বন্ধ । বাড়িতে শুয়ে বসেই কাটছে অভিনেতার । মাটিতে তাঁর পা ফেলাই যে একেবারে বারণ । কিন্তু জানেন কী, এমন পরিস্থিতিতেই শরীরচর্চাও করছেন 'নিম ফুলের মধু'-র সৃজন । কীভাবে ? তারই ঝলক দেখিয়েছেন প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya) ।
শ্বেতা রুবেলের একটি ছবি শেয়ার করেছেন । যেখানে দেখা যাচ্ছে, খাটে শুয়েই ডাম্বেলের বদলে নিজের ভাগ্নাকেই মাথায় তুলে নিয়েছেন অভিনেতা । ক্যাপশনে শ্বেতা লেখেন, 'বাড়ি বসে শুটিং চলছে, ব্যায়াম তো আর বাড়ি বসে হচ্ছে না... কিন্তু একেবারে শরীর চৰ্চা ছেড়ে দিলেও মুশকিল, তাই একটা উপায়ে বের করা হল । ডাম্বেলের জায়গায় ইউজ করা হল ভাগ্নাকে। ব্যাস শরীর চৰ্চা শেষ, মনটাও ফুরফুরে।'
আরও পড়ুন, Subhashree Ganguly : শাহরুখের বার্তা শেয়ার করে নিন্দুকদের কড়া জবাব, কী বললেন শুভশ্রী ?
কঠিন সময়ে শ্বেতার পাশে থাকাটা, তাঁর সঙ্গ রুবেলের কাছে শরীরচর্চার থেকেও বেশি দামী । এমনটাই বলছেন অভিনেতা । অভিনেত্রীর শেয়ার করা পোস্টের কমেন্টে রুবেল লেখেন, 'এই সমর্থন, মানসিক শান্তি, ইতিবাচক অনুভূতি তোমার সঙ্গেই আসে। যা শরীরচর্চার থেকে অনেক বেশি বড়।'
উল্লেখ্য, সিরিয়ালের জন্য বাসের উপর থেকে লাফানোর একটি দৃশ্যের শুট চলছিল। সেই সময়েই বেকায়দায় পড়ে গিয়ে আহত হন রুবেল। দু'পায়ের গোড়ালি ভেঙে যায় তাঁর। সঙ্গে সঙ্গে প্লাস্টার করা হয়। তবে, আপাতত আগামী ছয় সপ্তাহ তাঁকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক ।
'যমুনা ঢাকি' ধারাবাহিকে অভিনয় করতে করতে প্রেম রুবেল-শ্বেতার । ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে রিল রিয়েল লাইফ মিলেমিশে হয়েছে একাকার। কখন যে দু'জন দুজনের প্রেমে পড়ে গিয়েছেন বুঝেই উঠতে পারেননি। এখন আর কোনও লুকোছাপা নেই। বরং জমিয়ে প্রেম করছেন জুটিতে।