বিয়ের পরেই সমস্ত লন্ডভণ্ড। নতুন বউ হয়ে বাড়িতে ঢুকতে না ঢুকতেই একের পর এক রহস্যজনক ঘটনা। এমনই এক গল্প নিয়ে নতুন সিরিজ আসছে। সিরিজে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন শ্বেতা ভট্টাচার্য এবং সৌরভ দাস। এটিই শ্বেতার ডেব্যু ওয়েব, এর আগে একাধিক ধারাবাহিক এবং সিনেমাতে অভিনয় করেছেন তিনি। সিরিজের নাম ‘আমি নন্দিনী’
ক্যামেলিয়া প্রযোজনা সংস্থার উদ্যোগে একটি নতুন ওটিটি অ্যাপের জন্ম হয়েছে, যার নাম ‘ফ্রাইডে’। এই নতুন মঞ্চেই আসবে একের পর এক সিরিজ, ছবি। অরিন্দম চক্রবর্তী পরিচালিত, 'আমি নন্দিনী' সিরিজটিও দেখা যাবে এই প্ল্যাটফর্মেই। সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সিরিজের ট্রেলার।
যেখানে দেখা যাচ্ছে, অরুণিমা নতুন বিয়ে করে পা রেখেছে সৌরভের বাড়িতে। কিন্তু তারপরেই শুরু হয়েছে একের পর এক অলৌকিক ঘটনা। আলতা পরা উল্টো পায়ের ছাপ ,কিংবা প্রদীপ নিভে যাওয়ার মতো ঘটনা। ফুলশয্যার রাতে, হঠাৎ আবিস্কার করা হয়, অরুণিমা বাড়ির ছাদের কার্ণিশ দিয়ে হাঁটছে। সে জানায়, সে অরুণিমা নয় নন্দিনী। প্রাথমিকভাবে মনে করা হয় এটা একটা ডুয়াল পার্সোনালিটির সমস্যা। কিন্তু সত্যিই কি তাই? নাকি কোনও অলৌকিক কিছু ভর করেছে তাঁকে? নাকি মানসিক কোনও সমস্যা তাঁকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে? এইসবের উত্তরই দেবে 'আমি নন্দিনী' সিরিজটি।