বলিউড, টলিউড থেকে শুরু করে ছোট পর্দা- বিয়ের সানাই বেজেই চলেছে। একের পর এক তারকা বিয়ে করছেন। সেই তালিকায় কি নাম লেখাতে চলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রী রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য?
শোনা যাচ্ছে জানুয়ারি মাসেই নাকি চার হাত এক হবে দু'জনের। 'যমুনা ঢাকি' ধারাবাহিকে কাজ করতে গিয়ে আলাপ রুবেল ও শ্বেতার। তারপর বন্ধুত্বের গণ্ডি পেরিয়ে প্রেম৷ 'নিম ফুলের মধু' ধারাবাহিকে কাজ করতে গিয়ে পায়ে আঘাত পান রুবেল। তখন ভীষণ ভাবে প্রেমিকের পাশে ছিলেন শ্বেতা।
রুবেল জানিয়েছেন, জানুয়ারিতেই তাঁরা বিয়ে করছেন বটে, তবে সেটা আগামী বছরের জানুয়ারি। ২০২৫ সালের শুরুতে বিয়ে করবেন বলে ভেবেছেন দু'জনে। আগামী বছরের ১৯ জানুয়ারি বিয়ে হতে পারে শ্বেতা, রুবেলের।
‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের সৃজন চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন রুবেল। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে 'নিম ফুলের মধু'। অন্যদিকে শ্বেতা কাজ করছেন যাচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’ সিরিয়ালে। সেখানে তাঁর নায়ক রণজয়।