আম্বানির পথ অনুসরণ করেই বিনোদন জগতে পা রাখছেন টাটারা। বলিউডে লেখা হচ্ছে টাটাদের ইতিহাস।
ভূষণ কুমারের প্রযোজনা সংস্থা টি-সিরিজ এ দিন আনুষ্ঠানিক ভাবে জানিয়েছে টাটা গোষ্ঠীকে নিয়ে ছবি হচ্ছে বলিউডে, ছবির নাম, ‘দ্য টাটাস’। যৌথ প্রযোজনায় অলমাইটি মোশন পিকচার্স। নাসেনওয়ানজি, জামশেদজি হয়ে রতন টাটা, তিন প্রজন্মকে তুলে ধরা হবে পর্দায়। গিরিশ কুবেরের লেখা বই ‘দ্য টাটাস’-এর ওপর ভিত্তি করেই এগোবে ছবির গল্প। ।
মাওবাদী প্রেক্ষাপট নিয়ে সৌরভ-অনামিকার 'ইস্কাবন', ছবির মুক্তি ১৭ জুন
২০২০ সালে এরকম গুঞ্জন শোনা গিয়েছিল বটে। আরও শোনা গিয়েছিল, রতন টাটার ভূমিকায় অভিনয় করতে পারেন মাধবন। এবার তার সঙ্গে জুড়েছে অদিতি রাও হায়দর এবং বিক্রান্ত মাসের নামও। তবে প্রযোজনা সংস্থা পরিচালক এবং অভিনেতাদের নাম ফাঁস করতে চাননি।