১২ বছর আগে চিপকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা নাইট রাইডার্স৷ সেই মাঠেই ঘটল ইতিহাসের পুনরাবৃত্তি। রবিবার তৃতীয় আইপিএল খেতাব জিতল কেকেআর। গৌতম গম্ভীরের ছেলেরা প্রমাণ করলেন, তাঁরাই যোগ্য।৫৭ বল বাকি থাকতে ৮ উইকেটে হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হল কলকাতা। দুর্দান্ত এই জয়ের পর 'যোগ্য' নাইটদের শুভেচ্ছাবার্তা দিল টিম অযোগ্য।
আগামী ৭ জুন রিলিজ করছে 'অযোগ্য'। পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। টলিউডের এভারগ্রিন জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের এটি ৫০ তম ছবি৷
কলকাতা নাইট রাইডার্স জেতার পরেই টলিউডের বুম্বাদা একটি পোস্টার শেয়ার করেছেন সমাজমাধ্যমে৷ কেকেআর জার্সির বেগুনী-সোনালি রঙে সাজানো সেই পোস্টারে লেখা, 'কলকাতার যোগ্য ক্রিকেট টিমকে অযোগ্য টিমের শুভেচ্ছা'। সঙ্গে প্রসেনজিৎ আর ঋতুপর্ণার ছবি।
কল্লোলিনী তিলোত্তমা যখন প্রবল বৃষ্টিতে ভাসছে, তখনই চিপকে শহরের মান রাখল কেকেআর। প্রমাণ করল তারাই যোগ্য আইপিএল জয়ের জন্য। তাই মুক্তকণ্ঠে তাদের শুভেচ্ছা জানাতে ভুললেন না টিম অযোগ্যের প্রসেনজিৎ আর ঋতু।