গুঞ্জন থাকলেও এতদিন কোনও প্রমাণ ছিল না। অবশেষে বর্ষবরণের (New Year Clebration) অনুষ্ঠানে ধরা পড়ল বলিপাড়া নতুন জুটি। তাঁরা হলেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamanna Bhatia) এবং বলিউড অভিনেতা বিজয় বর্মা (Vijay Verma)।
২০২৩ এর বর্ষবরণের অনুষ্ঠানে গোয়ায় একসঙ্গে ছিলেন এই দুই তারকা। সেখানেই সেলিব্রেট করছিলেন নিউ ইয়ার। সেই সময়ে কোনও এক অনুরাগীর মুঠোফোনে বন্দি হন তাঁরা। যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটিতে দেখা যাচ্ছে তামান্না ও বিজয় একে অপরকে আলিঙ্গনা করে রয়েছেন। বিজয়ের পরনে ছিল সাদা শার্ট আর তামান্না পরেছিলেন গোলাপি পোশাক।
আরও পড়ুন- বয়স সংখ্যা মাত্র, নতুন বছরে 'রিপড লুক'-এ ধরা দিলেন হৃত্বিক
বলিউডে 'গলি বয়' এবং 'ডার্লিংস'-সহ একাধিক ছবিতে দর্শকদের মন কেড়েছেন বিজয়। তামান্না এবং বিজয় সুজয় ঘোষ পরিচালিত 'লাস্ট স্টোরিজ় ২' ছবিতে একসঙ্গে কাজ করেছে । সূত্রের দাবি, এই ছবির সেটেই দু'জনের মধ্যে মন দেওয়া নেওয়া হয়েছে।