২০১৫ সালে রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ সারা বিশ্বে সারা ফেলে দিয়েছিল। ২ বছর চাতকের মতো চেয়ে অপেক্ষা করেছিল দর্শক একটাই উত্তর খুঁজতে, ‘ কাটাপ্পা নে বাহুবলী কো কিঁউ মারা?’ অবশেষে ২০১৭ সালে, সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন পরিচালক। ছবিতে কাটাপ্পার চরিত্রে অভিনয় করেছিলেন বিখ্যাত তামিল অভিনেতা সত্যরাজ। এবার নতুন চমক নিয়ে পর্দায় ফিরছেন ‘কাটাপ্পা’।
এবার তিনি অভিনয় করছেন একটি বায়োপিকে। জানেন কার জুতোয় পা গলাচ্ছেন কাটাপ্পা? শোনা যাচ্ছে, দেশ তথা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকে মুখ্য ভূমিকায় অভিনয় করতে চলেছেন অভিনেতা সত্যরাজ । যদিও এই প্রসঙ্গে এখনও কোনও, আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। প্রাথমিক ভাবে এই খবর জানিয়েছেন, ইন্ডাস্ট্রি ট্র্যাকার রমেশ বালা।
শোনা যাচ্ছে এই হিন্দি ছবি প্যান ইন্ডিয়ায় রিলিজ হবে। ছবিটি হিন্দি, মালয়ালম, তামিল, তেলেগু এবং ইংরেজি সহ পাঁচটি ভাষায় মুক্তি পাওয়ার কথা।