ফের স্বাস্থ্যের অবনতি পরিচালক তরুণ মজুমদারের (Tarun Majumdar) । ভেন্টিলেশনে (Tarun Majumdar Health Update) দেওয়া হয়েছে বর্ষীয়ান পরিচালককে । এসএসকেএম (SSKM) হাসপাতাল সূত্রে খবর, তাঁর শরীরে নতুন করে ইনফেকশন দেখা গিয়েছে । পরিচালকের ডায়ালিসিসও (Dialysis) চলছে বলে খবর ।
ধীরে ধীরে সুস্থ হচ্ছিলেন তরুণবাবু । সিসিইউতে (CCU) রাখা হলেও, আগের থেকে অনেকটাই স্থিতিশীল ছিলেন তিনি । কথা না বললেও হাতে লিখে মনের ভাব প্রকাশ করছিলেন । কিন্তু, হঠাৎ শনিবার থেকে একটু একটু করে তাঁর স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে । চিকিৎসকরা জানাচ্ছেন, সেকেন্ডারি ইনফেকশন হওয়ায় পরিচালককে ভেন্টিলেশনে দিতে হয়েছে ।
শুক্রবারই পরিচালকের এন্ডোসকপি (Endoscopy) হয় । সেদিন পরিচালকের রক্তচাপ নিচের দিকেই ছিল বলে জানা গিয়েছে । পরিচালকের প্লেটলেট কাউন্টও নাকি বেড়েছিল । কিন্তু শনিবার থেকে হঠাৎ করে পরিস্থিতি বিগড়ে যায় । পরিচালকের চিকিৎসার দায়িত্বে রয়েছেন পাঁচ সদস্যের চিকিৎসকের দল ।
কিডনি ও ফুসফুসের সমস্যা নিয়ে গত দু-সপ্তাহ ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন ‘দাদার কীর্তি’র স্রষ্টা । কিডনির সমস্যা নিয়েই হাসপাতালে ভর্তি হওয়ার পরে ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে । তাঁর শ্বাসনালীতে অস্ত্রোপচারও হয় ।