পরিচালক তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee), সবসময়ই সরব পথ কুকুর, অবলা জীবজন্তুদের জন্য। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘পারিয়া’। ভারতে পথকুকুরদের 'পারিয়া' বলা হয়। এই শব্দের আভিধানিক অর্থ নির্বাসিত। তাঁর ছবি বক্স অফিসে সাড়া ফেলেছে ইতিমধ্যেই। এবার দোলের আগে পরিচালক তথাগত মুখোপাধ্যায় আবার সোচ্চার হলেন পথকুকুরদের জন্য।
একটি ভিডিও বার্তায় তথাগত জানিয়েছেন, দোলের দিন বাড়িতে অনেক আত্মীয়স্বজন আসবেন, ছুটির দিনে দোল খেলবেন। কিন্তু তথাগতর অনুরোধ, বাড়ির পোষ্যকে কোনওভাবেই যেন রং বা আবির না দেওয়া হয়। এমনকি ভালবেসে কোনও টিকাও না, তা থেকে কুকুরের চর্মরোগ হতে পারে।
Jagadhatri-Ankita Mullick: 'রঙে রঙে মনে প্রাণে রাঙা হল রে’, বসন্ত দিনে লালে লাল 'জগদ্বাত্রী'
তথাগত এও জানিয়েছেন দোলে অনেকেই কুকুরের গায়ে কালো রঙ এঁকে বাঘ বানানোর চেষ্টা করেন। তথাগতর হুঙ্কার, এমন ঘটনায় কেউ ধরা পড়লে বিধাননগর পুলিশ এবং কলকাতা পুলিশ কড়া শাস্তি দেবে, এমনকি জেল ও হতে পারে। তাঁর অনুরোধ, নিজের আনন্দের ভাগিদার করতে গিয়ে কুকুরদের ক্ষতি করবেন না। সবশেষে, সকলকে দোলের শুভেচ্ছাও জানিয়েছেন তথাগত।