টলিপাড়ায় কান পাতলেই শোনা যায় তাঁরা লিভ ইনে রয়েছেন। অথচ, সাংবাদিকরা যতবার প্রশ্ন করছেন, দুজনেই বলছেন, এমনটা সত্যি না। পরিচালক আর অভিনেত্রীর মধ্যে যে সম্পর্ক, তাঁদেরও নাকি তাই।
অথচ শুটিং-এর পর মাঝরাতে একইসঙ্গে একই জায়গায় পোষ্যর জন্মদিন উদযাপন করেন তথাগত মুখোপাধ্যায়, বিবৃতি চট্টোপাধ্যায়। আবার আলাদা আলাদা করে একই ঘরে পোষ্যকে নিয়ে ছবি দেন, কিন্তু নিজেদের সঙ্গে দেন না।
আবারও দুজনের ছবি দেখে নেটিজেনরা প্রায় নিশ্চিত হয়েছেন, একসঙ্গেই থাকেন দু'জন।
তথাগতর পরিচালনায় একাধিক ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিবৃতি।