দাম্পত্যে চিড় ধরেছিল। সেই নিয়ে নানা আলোচনাও শোনা গিয়েছিল। পরে দুজনেই মুখে কুলুপ আটেন দুজন। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে ছবিও দেখতে পাওয়া যায় না দুজনের। তবে দেবলীনার (Debleena Dutt) জন্মদিনে ফেসবুকে মন খুলে শুভেচ্ছাবার্তা পাঠালেন অভিনেতা তথাগত মুখোপাধ্যায়।
জন্মদিনের শুভেচ্ছায় দেবলীনার ছবি পোস্ট করেছেন তথাগত (Tathagata Mukherjee)। উল্লেখ করেছেন তাঁদের বন্ধুত্বের কথাও। তথাগতর সেই পোস্ট ঘিরে এখন রিয়াকশনের বন্যা। সম্পর্কের চড়াইয়েও দুজনেই খোলাখুলি বলতেন, আগে তাঁরা খুব ভাল বন্ধু, পরে স্বামী-স্ত্রী।
৭৫ হাজার টাকায় বিক্রির চেষ্টা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাকড রুদ্রনীল ঘোষের
গত বছরের শেষদিকে হঠাৎ-ই প্রকাশ্যে আসে তাঁদের মাঝে তৈরি হওয়া দূরত্বের কথা। অন্য এক টেলি অভিনেত্রীর নামও উঠে আসে সম্ভাব্য বিচ্ছেদের কারণ হিসেবে। তারপর অবশ্য নিজেদের ব্যক্তিগত জীবন আড়াল করেছেন দুজনেই। কয়েকটি অনুষ্ঠানে একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।
সম্পর্কের নাম এখন যাই হোক, দেবলীনার জন্মদিনে করা তথাগতর পোস্ট কিন্তু আরও একবার মনে করিয়ে দিল, সব কিছুর শেষে, সব পেড়িয়ে থেকে যায় বুন্ধুত্ব, ভাল থাকা, ভাল চাওয়াগুলো।