দাম্পত্যে চিড় ধরেছে, প্রথম প্রথম সেই নিয়ে নানা কথা শোনা গিয়েছে, দুজন মুখও খুলেছেন একাধিকবার। এখন সব বিতর্ক থিতিয়েছে। নিজেদের জীবনে ভালোই আছেন টলিপাড়ার প্রাক্তন কাপল দেবলীনা দত্ত এবং তথাগত মুখোপাধ্যায়। কিন্তু বিবৃতিকে নিয়ে যা কিছু গুঞ্জন শোনা গিয়েছিল, কতটা সত্যি তা? স্পষ্ট জানিয়েদিলেন অভিনেতা-পরিচালক তথাগত মুখোপাধ্যায়।
Sleepy during winter: শীতের দিনে কাটতেই চায়না ঘুমের রেশ...কীভাবে চাঙ্গা থাকবেন?
সম্প্রতি, একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তথাগত জানিয়েছেন, দেবলীনার সঙ্গে প্রেম নেই, দাম্পত্যও নেই, কিন্তু বন্ধু তথাগত দেবলীনার পাশেই আছেন। অন্যদিকে পরিচালক বললেন, বিবৃতির সঙ্গেও প্রেম নেই তাঁর।
সম্প্রতি, বিবৃতি-তথাগত একসঙ্গে ঘুরতে গিয়েছিলেন, সেই নিয়েও আলোচনা কম হয়নি। টলিউডে কান পাতলে শোনা যায়, লিভ ইন সম্পর্কে ছিলেন দুজন। কিন্তু তথাগত জানিয়েছেন, কাজের দরকারেই একসঙ্গে পাহাড়ে গিয়েছিলেন তিনি এবং বিবৃতি, প্রেমের সম্পর্কে নেই তাঁরা। অন্যদিকে দেবলীনা নতুন করে বৈবাহিক জীবন শুরু করলে তিনি খুশিই হবেন, জানিয়েছেন পরিচালক।