অভিনেতা হিসেবে নিজের যোগ্যতা প্রমাণের পর এবার পরিচালক হিসেবে মাঠে নেমেছেন তথাগত মুখোপাধ্যায়। তাঁর পরিচালিত 'ভটভটি' দর্শকদের বেজায় ভালোবাসা পেয়েছে। তথাগতর পরবর্তি ছবি ‘পারিয়া’-তে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। এবার সামনে এল ছবির মোশন পোস্টার।
সম্পূর্ণ অন্য ধাঁচের ছবিতেই হাত পাকাচ্ছেন পরিচালক। পরবর্তী ছবি পারিয়ার গল্পও বেশ হটকে। ছবিতে পথকুকুরদের ত্রাতা বিক্রম। যারা পথকুকুরদের ক্ষতি করবে তাদের ক্ষত বিক্ষত করতেও দুবার ভাবেন না বিক্রম। ভারতে পথকুকুরদের 'পারিয়া' বলা হয়। এই শব্দের আভিধানিক অর্থ নির্বাসিত।
সোশ্যাল মিডিয়ায় মোশন পোস্টারে বিক্রমের ভয়ঙ্কর লুক ইতিমধ্যেই উৎসাহ বাড়িয়েছে দর্শকদের৷ পোস্টার শেয়ার করে তথাগত লিখেছেন, "ফুটপাতের কুকুরদের দেশ নেই ,ভোটার নেই, আধার নেই,নেই কোনো পরিচয় ।শুধু একজন মানুষ আছে, যে সমস্ত পারিয়াদের হয়ে রুখে দাঁড়াবে,চিৎকার করবে,বলবে "যতটা রক্ত ওদের ঝরেছে,ততটাই রক্ত ঝরবে,যতগুলো ঘা ওদের মেরেছ ততটাই মার পড়বে"।