সর্বত্র রমরম করে চলছে পরিচালক নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি 'বেলাশুরু'। একের পর এক শো হাউজফুল। কিন্তু ছবির দুই প্রধান চরিত্রে অভিনয় করেছেন যে দুই কিংবদন্তি অভিনেতা, অভিনেত্রী তাঁরা আমাদের ছেড়ে পাড়ি দিয়েছেন বহুদূরে৷ প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chaterjee) এবং স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) স্মরণে তাই বিশেষ আয়োজন করল টিম বেলাশুরু। তাঁদের ব্যবহৃত জিনিসপত্র দিয়ে একটি প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। পরিচালকদ্বয় জানিয়েছেন, আগামী ১ এবং ২ জুন দক্ষিণ কলকাতার আনোয়ার শাহ্ রোডের নবীনা সিনেমা হলে এই প্রদর্শনী হবে। আলাদা করে এর জন্য টিকিট কাটতে হবে না। সিনেমার টিকিট কেটেই সৌমিত্র, স্বাতীলেখার ব্যবহার করা জিনিসপত্র দেখতে পাবেন দর্শকরা।
আইপিএল মঞ্চেই লাল সিং চড্ডা-র ট্রেলার মুক্তি, নস্টালজিয়ায় ভাসল সারা দেশ
২০১৮ সালে শুটিং হয়েছে বেলাশুরুর। তারপর কেটে গিয়েছে চারটি বছর। রিলিজ করেছে ছবিটি৷ কিন্তু তার আগেই মৃত্যু এসে কেড়ে নিয়েছে সৌমিত্র, স্বাতীলেখাকে। এবার তাঁদের স্মরণে আয়োজন করা হল প্রদর্শনীর।
নবীনা সিনেমা হলের প্রদর্শনীতে কী কী থাকবে? জানা গিয়েছে, থাকবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ব্যবহৃত টাইপরাইটার, তাঁর ব্যবহৃত শার্ট, কবিতার খাতা, নাটকের পান্ডুলিপি, ডায়েরি থাকবে। এছাড়াও বেলাশুরু ছবির শুটিংয়ে যে যে জিনিস তাঁরা ব্যবহার করেছেন তারও বেশ কিছু থাকবে এই প্রদর্শনীতে। যেমন যে চিরুনি দিয়ে স্বাতীলেখা সেনগুপ্তকে চুল আঁচড়ে দিতে দেখা যাচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়কে, বহু আলোচিত সেই দৃশ্যের চিরুনিটি থাকবে প্রদর্শনীতে। এছাড়াও বেলাশেষে দেখে স্বাতীলেখা সেনগুপ্তকে যে চিঠি লিখেছিলেন মুগ্ধ অমিতাভ বচ্চন, সেই চিঠিও থাকবে ঐ প্রদর্শনী। দু’দিনের প্রদর্শনীতে উপস্থিত থাকবে গোটা টিম ‘বেলাশুরু’। বাংলা সিনেমায় এমন উদ্যোগ সম্ভবত প্রথম।