তীব্র দাবদাহে ফুটছে বাংলা। দুপুরের পর থেকে ঘরে থাকাও প্রায় অসম্ভব হয়ে উঠছে। ফ্যানের হওয়ার সঙ্গে নেমে আসছে লু। ঘর না হটবক্স ফারাক করা যাচ্ছে না। এমতাবস্থায়, যাঁদের মাথার উপর ছাদ টুকুও নেই, সেই পথকুকুর, পাখি, পশুদের ‘বন্ধু’ হয়ে ওঠার আর্জি জানাল টিম পারিয়া।
Rahul Roy: বলিউডের 'আশিকি বয়' এবার বাংলা ছবিতে, স্ক্রিন শেয়ার করবেন খরাজের সঙ্গে
‘পারিয়া’ ছবির পরিচালক তথাগত মুখোপাধ্যায়, আরও একটু মানবিক হওয়ার আর্জি জানালেন। এই তীব্র গরমে পথ কুকুর, পাখিদের তেষ্টাটুকু অন্তত মেটাতে পারি আমরা। তাঁদের জন্য রাস্তার ধারে মাটির পাত্রে কিছুটা জল রেখে দেওয়ার অনুরোধ টিম পারিয়ার। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘এই গরমে আপনিও পারেন ‘ওদের’ বন্ধু হয়ে উঠতে , ‘ওদের’ বাঁচতে সাহায্য করতে....’