আর জি কর কাণ্ডের দেড় মাস পেরিয়ে গেলেও প্রতিবাদের আগুন নেভেনি । এদিকে, আর জি করের ঘটনা প্রকাশ্যে আসার পর টলিউডও মিটু-র অভিযোগে উত্তাল । মহিলা শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে । দীর্ঘদিন ধরে চলে আসা টলি ইন্ডাস্ট্রির নানা অন্ধকার দিক তুলে ধরে বিস্ফোরক অভিযোগ করছেন বিভিন্ন অভিনেত্রী । সম্প্রতি, হেয়ার ড্রেসার গিল্ড ও ফেডারেশনের বিরুদ্ধে কাজ কেড়ে নেওয়ার অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টাও করেন এক কেশসজ্জা শিল্পী । এই আবহে ফের এক টেকনিশিয়নের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠল । মহিলাদের শৌচাগারে উঁকি মেরে ভিডিও করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ।
জানা গিয়েছে, এক জনপ্রিয় সিরিয়ালের সেটে ঘটনাটি ঘটেছে । সংবাদ প্রতিদিনে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সিরিয়ালের শুটিং চলছিল । শুটিংয়ের ফাঁকেই শৌচাগারে গিয়েছিলেন সিরিয়ালের নায়িকা । ওই শৌচাগারের কোনও একটি অংশে সামান্য ফাটল রয়েছে । অভিযোগ, ওই ফাঁটল দিয়ে ভিডিও রেকর্ড করার চেষ্টা করছিলেন ওই অভিযুক্ত টেকনিশিয়ন । ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ফেডারেশন । জানানো হয়েছে, অভিযোগ প্রকাশ্যে আসার পরই অভিযুক্ত টেকশিয়ানের সদস্যপদ বাতিল করা হয়েছে ।
ঘটনার বিষয়ে ওই সিরিয়ালের প্রযোজক সংবামাধ্যমকে জানিয়েছেন, অভিযুক্তকে তিনি দীর্ঘদিন ধরে চেনেন । কিন্তু কোনওদিন বেচাল দেখেননি । এরকম যে তিনি করতে পারেন, তা ধারণারও বাইরে । ঘটনার পরই শুটিং বন্ধের নির্দেশ দেন প্রযোজক । তিনি আরও জানান, ফেডারেশন উপযুক্ত ব্যবস্থা নিয়েছে । সিরিয়ালের নায়িকার সঙ্গে তিনি কথাও বলেছেন । এখন সেটের পরিবেশ স্বাভাবিক রয়েছে । ফের শুটিংও শুরু হয়েছে ।
উল্লেখ্য, এক কেশসজ্জা শিল্পীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় শনিবার থেকেই উত্তপ্ত টলিউড । হেয়ার ড্রেসার গিল্ড ও ফেডারেশন একযোগে কাজ কেড়ে নিয়েছে, এমনই অভিযোগ জানিয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই কেশসজ্জা শিল্পী । ওই শিল্পীকে শেষ মুহূর্তে বাঁচায় তাঁর মেয়ে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন । তাঁর খোঁজ নিতে হাসপাতালে যান পরিচালক সুদেষ্ণা রায়, সৃজিত মুখোপাধ্যায়, অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী, চৈতি ঘোষাল, মানালি দে, পরমব্রত চট্টোপাধ্যায়রা।
এদিকে এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই ফের সরব হয়েছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, বেণী বসু, সুদীপ্তা চক্রবর্তীরা । স্বস্তিকা লেখেন 'কাউকে ছাড়া হবে না'। সুদীপ্তার কথায়, কর্মক্ষেত্রে হেনস্থা কোন পর্যায়ে যেতে পারে, তার জ্বলন্ত উদাহরণ এই মুহূর্তে সকলের সামনে রয়েছে ।