টলিপাড়ার চেনা মুখ রুশা চট্টোপাধ্যায় (Roosha Chatterjee), ‘বৌ কথা কও’, ‘তোমায় আমায় মিলে’, ‘শ্রীময়ী’র মতো ধারাবাহিকে তার অভিনয় নজর কেড়েছে সকলের। তবে বেশ কিছুদিন হল ধারাবাহিকে দেখা নেই তাঁর। পাকাপাকি ভাবেও নাকি অভিনয় জীবনকে ‘বিদায়’ জানাতে চলেছেন অভিনেত্রী। আসলে জানুয়ারিতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রুশা, পাত্র কলকাতারই। নাম অনুরণ রায়চৌধুরী। কাজের সূত্রে থাকেন বিদেশে। তাই বিয়ের পর বাংলার মেয়ে রুশাও উড়ে যাবেন আমেরিকা। জানা যাচ্ছে, ১৯ জানুয়ারিই শুভ কাজ সেরে ফেলবেন তিনি।
Potential Feluda-Byomkesh of Tollywood: ফেলুদা-ব্যোমকেশের চরিত্রে কাদের কথা ভাবলই না টলিউড?
রুশাকে শেষ দেখা গিয়েছে মহাপীঠ-তারাপীঠ ধারাবাহিকে। এই মুহূর্তে তিনি নতুন জীবনের জন্যই নিচ্ছেন প্রস্তুতি। তিনি জানান, ইন্ড্রাস্ট্রিতে ১৩ বছর পার করেছেন তিনি। এবার বিদেশে নতুন জীবন শুরুর পালা। আর অভিনয়ে থাকবেন কীনা সেবিষয়ে এখনও কিছু ভেবে দেখেননি তিনি। অভিনেত্রীর নতুন জীবন্যের জন্য এডিটরজি বাংলার তরফ থেকে রইল শুভেচ্ছা।