উচ্ছেবাবু-আর-মিঠাই-এর সমীকরণ দর্শকের বেশ প্রিয়। শোনা গিয়েছিল রিল থেকে সেই সম্পর্কে রসায়ন গড়িয়েছিল রিয়াল লাইফেও। কিন্তু না, এখন শোনা যাচ্ছে অন্য কিছু। সৌমীতৃষা কুণ্ডুর সঙ্গে নাকি প্রেম করছেন টেলিপাড়ার আরেক জনপ্রিয় নায়ক অনুরাগের ছোঁয়া খ্যাত দিব্যজ্যোতি দত্ত।
দিব্যজ্যোতিকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে অস্বীকার করছেন, তবে সরাসরি নয়, বলছেন তিনি আপাতত কোনও সম্পর্কেই নেই, এখন এসবের সময় নয়। প্রতিক্রিয়া তেমন নেতিবাচক না হওয়ায় সকলে ধরে নিয়েছেন সৌমী আর দিব্য দিব্যি প্রেম করছেন। প্রকাশ্যে সম্পর্কের কথা স্বীকার করাটুকুই বাকি।
প্রায় দু’বছর ধরে টেলিভিশনের পর্দায় দাপিয়ে বেরানো ধারাবাহিক 'মিঠাই' অবশেষে শেষ হচ্ছে, তাই মিঠাই ভক্তদের এখন বেজায় মন খারাপ।