জি বাংলা নিয়ে আসছে আরও একটা নতুন ধারাবাহিক । ২৭ নভেম্বর থেকে সম্প্রচারিত হবে মিঠিঝোরা । আর এই সিরিয়ালের হাত ধরেই যে মিতুলের কামব্যাক হচ্ছে, তা সকলেরই জানা । তবে, কেমন হবে ধারাবাহিকের গল্প ? তিন বোনের গল্প , দিদির স্বার্থত্যাগের কাহিনি ও নারীর ক্ষমতাকে তুলে ধরবে পারিবারিক প্রেক্ষাপটে তৈরি ধারাবাহিকটি । তিন বোনের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি, দেবদ্রিতা বসু, স্বপ্নীলা চক্রবর্তী ।
'মিঠিঝোরা' বলবে রাইপূর্ণার গল্প । মধ্যবিত্ত পরিবারের বড় মেয়ে । রয়েছে আরও দুই বোন । হঠাৎ বিয়ে ঠিক হয়ে যায় রাইয়ের । যখন নতুন জীবনের স্বপ্ন দেখছিল রাই, তখনই তাঁর জীবনে নেমে আসে বড় দুর্যোগ । হঠাৎ তাঁদের বাবা অসুস্থ হয়ে পড়ে বাবা । সংসারের দায়িত্ব এসে পড়ে রাইয়ের কাঁধে । ভেঙে যায় তাঁর বিয়ের স্বপ্ন । বোনের সঙ্গে নিজের হবু বরের বিয়ে দেবে সে । পরিবারের জন্য নিজের স্বপ্নকে সমর্পণ করে দিতে দ্বিতীয়বার ভাবে না রাই । এই রাইয়ের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা ।
জি এন্টারটেইনমেন্ট লিমিটেডের চিফ ক্লাস্টার অফিসার সম্রাট ঘোষ জানান, ধারাবাহিকটি এই শোটি নারীদের শক্তি, ক্ষমতাকে তুলে ধরবে । তাঁদের আত্মত্যাগ কীভাবে একটি পরিবারকে জুড়ে রাখে, বাঁচিয়ে রাখে সম্পর্কগুলো, সেই গল্প বলবে এই ধারাবাহিক ।
জি বাংলার বিজনেজ হেড নবনীতা চক্রবর্তী জানান, রাইপূর্ণার চরিত্রটা আর পাঁচটা বাঙালি নারীর জীবনের সঙ্গে সম্পর্কিত । প্রতিটা মেয়ে রাইয়ের সঙ্গে নিজেকে একাত্ম করতে পারবে । সেইসঙ্গে বোনেদের মধ্যে মধুর সম্পর্ক, সেটাও তুলে ধরা হবে । তিনি আশা করছেন, গল্পটা দর্শকদের বেশ পছন্দ হবে ।
২৭ নভেম্বর থেকে প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯:৩০ মিনিটে সম্প্রচারিত হবে ‘মিঠিঝোড়া’ ।