দত্ত বাড়ির বউ হওয়ার পর পর্ণার জীবনে একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে । বারবার নিজেকে প্রমাণ করার লড়াই করে যেতে হচ্ছে । এবার নিজের সম্মানের জন্য আরও বড় লড়াইয়ের মুখে দত্ত বাড়ির ছোট নাত বউ । 'নিম ফুলের মধু' (Tele Serial Neem Phuler Madhu) ধারাবাহিকে দেখানো হবে পর্ণা নতুন চাকরি পেয়েছে । কিন্তু, সংসার নয় চাকরি, এই দুইয়ের মধ্যে যে কোনও একটা বেছে নিতে বলা হয়েছে তাকে ।
সম্প্রতি, ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে এসেছে । সেখানে দেখা গেল, অফিসে বেরোনোর আগে মাকে প্রণাম করছে সৃজন । পর্ণাও তাই করে । তার যে চাকরির প্রথম দিন । কিন্তু, শাশুড়ি আশীর্বাদ করার বদলে জানিয়ে দেয়, দত্ত বাড়ির বউরা চাকরি করে না, শুধু সংসার সামলায় । কিন্তু, পর্ণা জানিয়ে দেয়, দু'টোয় সমানভাবে সামলাতে চায় সে । কিন্তু, এই সিদ্ধান্তে পর্ণা পাশে পায় না সৃজনকে । সৃজন স্পষ্ট জানিয়ে দেয়, পর্ণাকে সংসার নয় চাকরি, যে কোনও একটা বেছে নিতে হবে । এই পরিস্থিতিতে কী করবে পর্ণা ? শ্বশুরবাড়ির সকলকে মানিয়ে চাকরি করার ইচ্ছা পূরণ করতে পারবে কি ? আগামী পর্বগুলোতেই তা জানা যাবে । অপেক্ষায় রয়েছেন দর্শকরাও ।
আরও পড়ুন, sabyasachi chakraborty: আর অভিনয় করবেন না, অবসর নিচ্ছেন 'ফেলুদা'