স্টার জলসার ধারাবাহিক 'পঞ্চমী'-তে- (Tele Serial Panchami) শুরু হয়েছে নতুন গল্প । নতুন রূপে দেখা যাচ্ছে চরিত্রগুলোকে । এরই মধ্যে এন্ট্রি হয়েছে নতুন হিরোর । ধারাবাহিকের গল্প যখন নতুন করে সেজে উঠছে, তখনই এল খারাপ খবর । টলিপাড়ায় জোর গুঞ্জন, বন্ধ হচ্ছে 'পঞ্চমী' ।
জানা গিয়েছে, ২৭ অগস্ট শেষ পর্ব সম্প্রচারিত হবে বলে খবর । যদিও, চ্যানেল কর্তৃপক্ষ বা পরিচালক, অভিনেতাদের তরফে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ।
আরও পড়ুন, Hrithik Roshan : পুরো আগুন, পুল থেকে জিম, শার্টলেস হৃতিক-এ মুগ্ধ নেটিজেনরা
খবর সত্যি হলে মাত্র ৮ মাসেই বন্ধ হচ্ছে ধারাবাহিক । টিআরপি সেভাবে না থাকায় সিরিয়াল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । ধারাবাহিক বন্ধের খবর কতটা সত্যি, সেই বিষয়ে সুস্মিতা দে-কে প্রশ্ন করে এক সংবাদমাধ্যম । আনন্দবাজার অনলাইনকে এই বিষয়ে সুস্মিতা জানিয়েছে, তিনি এখনই এ ব্যাপারে কিছু বলতে পারবেন না।