কোন ধারাবাহিকের টিআরপি বেশি, কারা পিছিয়ে গেল, কারা এগিয়ে গেল তা জানার জন্য অপেক্ষা থাকে বৃহস্পতিবারের । তবে, চলতি সপ্তাহে ধারাবাহিকগুলির রিপোর্ট কার্ড এল শুক্রবার । তবে, এবারও টিআরপিতে চার্টে নেই বিশেষ কোনও চমক । প্রথম পাঁচ নম্বরে সেভাবে কোনও পরিবর্তন নেই । তবে, এবার আবারও পুরনো জায়গা ফিরে পেয়েছ জগদ্ধাত্রী । সেরা সেই অনুরাগের ছোঁয়া ।
শুক্রবার টিআরপি তালিকায় ৮.৯ পেয়ে শীর্ষে অনুরাগের ছোঁয়া । দ্বিতীয় স্থানে থাকা জগদ্ধাত্রী পেয়েছে ৮.৪ নম্বর । দ্বিতীয় থেকে ফের তৃতীয়তেই ফিরে এসেছে ফুলকি । প্রাপ্ত নম্বর ৭.৮ । এদিকে, নিম ফুলের মধু ৭.৭ পেয়ে ফুলকি-র ঘাড়ে নিঃশ্বাস ফেলছে । পঞ্চম হয়েছে রাঙা বউ (৬.৮)
ষষ্ঠ থেকে দশম কোন কোন ধারাবাহিক
ষষ্ঠ- সন্ধ্যাতারা (৬.৭)
সপ্তম- কার কাছে কই মনের কথা (৬.৬)
অষ্টম- খেলনা বাড়ি (৬.৫)
নবম- লাভ বিয়ে আজকাল (৬.৪)
দশম- হরগৌরী পাইস হোটেল (৬.৩)
শুরু থেকেই টিআরপিতে জায়গা করে নিচ্ছে ওমা সাহানিৃর লভ বিয়ে আজকাল । প্রথম ১০-এর মধ্যেই থাকছে এই ধারাবাহিক । চলতি সপ্তাহে নবম স্থানে রয়েছে লভ বিয়ে আজকাল । এদিকে, জি বাংলায় খুব শীঘ্রই শুরু হচ্ছে ধারাবাহিক মিলি । সিরিয়ালের মধ্যে দিয়ে ফের কামব্যাক করছেন খেয়ালী মণ্ডল ।