রেজাল্ট আউট হয়ে গেল । কীসের আবার, সিরিয়ালের টিআরপি-র । যদিও, এবার পুজোর জন্য টিআরপি এল একদিন পর, অর্থাৎ শুক্রবার । এখন দেখার বিষয় চলতি সপ্তাহের টিআরপিতে কী কী বদল এল । জেনে নেওয়া যাক প্রথম দশে রয়েছে কোন ধারাবাহিকগুলি ।
বেঙ্গল টপার সেই অনুরাগের ছোঁয়া-ই (৮.৩) । দ্বিতীয় স্থানেই রয়েছে 'নিম ফুলের মধু' (৭.১) । তবে টিআরপি পড়ে গিয়েছে 'ফুলকি'-র (৬.৯) । চারে নেমে গিয়েছে এই ধারাবাহিক । অন্যদিকে, গত সপ্তাহের মতো তিন নম্বরেই রয়েছে জগদ্ধাত্রী (৭) ।
যুগ্মভাবে পঞ্চম হয়েছে কার কাছে কই মনের কথা ও হরগৌরী পাইস হোটেল (৬.৯) । অন্যদিকে, প্রথম দশে জায়গা ধরে রেখেছে লাভ বিয়ে আজকাল, জল থইথই ভালবাসা, তুঁতে, 'ইচ্ছে পুতুল' -এর মতো ধারাবাহিকগুলি ।
ষষ্ঠ- সন্ধ্যাতারা/ রাঙা বউ (৬.০)
সপ্তম - লাভ বিয়ে আজকাল (৫.৮)
অষ্টম - জল থই থই ভালোবাসা (৫.৭)
নবম- তুঁতে (৫.৫)
দশম- ইচ্ছে পুতুল (৫.৪)