বৃহস্পতিবার মানেই রেজাল্টের দিন । চলতি সপ্তাহের টিআরপি তালিকায় দর্শকের মতে সেরার সেরা কে হল ? পর্ণা, জগদ্ধাত্রী নাকি ফুলকি নাকি অন্য কোনও ধারাবাহিক ? তবে, সকলকে চমকে দিয়ে, টিআরপি চার্টে জুড়ে গিয়েছে নতুন ধারাবাহিক 'বঁধুয়া'।
চলতি সপ্তাহেও বেঙ্গল টপার পর্ণা-সৃজন । ৮.৩ নম্বর পেয়ে প্রথম স্থান পেয়েছে 'নিম ফুলের মধু'। তবে, নম্বর এ সপ্তাহে সামান্য কমেছে । তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। প্রাপ্ত নম্বর ৮.২ । তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। প্রাপ্ত নম্বর ৮ ।
এ সপ্তাহেও নিজের স্থান ধরে রেখেছে গীতা এলএলবি । ৭.৯ নম্বর পেয়ে চতুর্থ স্থানেই রয়েছে ধারাবাহিকটি । পঞ্চম হয়েছে 'কথা' । এবারও প্রথম তিনে জায়গা হয়নি স্টার জলসার । বাজিমাত করল জি বাংলা ।
ষষ্ঠ: কোন গোপনে মন ভেসেছে (৭.২)
সপ্তম: কার কাছে কই মনের কথা (৬.৫)
অষ্টম: অনুরাগের ছোয়া (৬.৩)
নবম: বঁধুয়া (৬.২)
দশম: আলোর কোলে (৫.৭)