টিআরপি-র এই অজিব দুনিয়ায় আজ যে রাজা কাল সে ফকির! কোন সপ্তাহের ইঁদুরদৌড়ে কে যে থাকবে শেষমেশ শীর্ষে আর কে পিছলে পড়বে হুরহুর করে, তা অনেক সময় বিশেষজ্ঞরাও বুঝে উঠতে পারেন না। গত বেশ কয়েক সপ্তাহ জুড়ে টিআরপি তালিকার দ্বিতীয় বা তৃতীয় স্থান ধরে রাখা ধারাবাহিক 'জগদ্ধাত্রী' এবার চলে এলো তালিকার একদম উপরে! এই সপ্তাহের টপার ওই ধারাবাহিকই। ধারাবাহিকের ঝুলিতে ৮ পয়েন্ট! খুব সাদামাটা একটা মেয়ে এই জগদ্ধাত্রী।
সৎ মা, সৎ বোন আর ঠাকুমাকে নিয়েই তার সংসার। কিন্তু সেখানেও জগদ্ধাত্রী ভীষণ একা। সংসারের যাবতীয় কাজ করা সত্ত্বেও তার সঙ্গে খারাপ ব্যবহার করে তার সৎ মা। একমাত্র ঠাকুমা ছাড়া কেউই তাকে পছন্দ করে না। এই ঠাকুমাই আগলে রাখে জগদ্ধাত্রীকে । সাদমাটা জীবন যাপন করলেও জগদ্ধাত্রীর আসল পরিচয় একজন সরকারি উচ্চপদস্থ গোয়েন্দার। কিন্তু পেশার তাগিদেই নিজের পরিচয় প্রকাশ করতে চায় না এই জগদ্ধাত্রী । মাত্র ৩ মাসেই ধারাবহিকের এই সাফল্যে উচ্ছ্বসিত 'জগদ্ধাত্রী'র সঙ্গে জড়িত কলাকুশলীরাও।
এর ঠিক পিছনেই এক নম্বর কম পেয়ে রয়েছে অনুরাগের ছোঁয়া। টিআরপি কমেছে ধুলোকণার অনেকটাই। লালন আর ফুলঝুরির মধ্যে তিতিরকে দেখিয়ে যে সেনসেশন তৈরি করেছিল, বলা ভালো এখন আবার তা কমছে। অন্যদিকে, এবারও ৬ নম্বরে আরও এক জনপ্রিয় ধারাবহিক 'গাঁটছড়া'।